collegebanner
This site is now underconstruction

প্রতিষ্ঠা ও নামকরণ

post image

                            শাহপুর মধুগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শিক্ষা-দীক্ষায় অগ্রগামী প্রাচীন শাহপুর বাজার সংলগ্ন মধুগ্রামে স্বাধীনতাপূর্ব ১৯৬৯ খ্রিষ্টাব্দে অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ আমীর আলী জোয়ার্দারের আহবানে এলাকার শিক্ষানুরাগী ও সমাজ-সচেতন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ডুমুরিয়া ও তৎসংলগ্ন পাঁচটি উপজেলার মধ্যে প্রথম কলেজ হিসেবে “শাহপুর মধুগ্রাম কলেজ” প্রতিষ্ঠিত হয়। শাহপুর ও মধুগ্রামের সংযোগ সীমানায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মিলিত জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয় বলে দুই বর্ধিঞ্চু গ্রামের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় “শাহপুর মধুগ্রাম কলেজ”। কলেজটি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে শুরু থেকে অদ্যাবধি জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজগুলোর অন্যতম। প্রতি বছর কলেজ হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সরকারি মেডিকেল,ইঞ্জিনিয়ারীং এবং বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ-বিদেশে বড় বড় সরকারি-বেসরকারি পদে থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

©Copyright Shahpur Madhugram College

Shahpur, Dhumuria, Khulna
facebook twitter linkedin gmail